মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কে জরুরি অবস্থা আরো ৯০ দিন বৃদ্ধির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। আগামী ১৯ জানুয়ারি তুর্কি পার্লামেন্টে অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী নোমান কুর্তুলমাস। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন মাসের জন্য জারি করা জরুরি অবস্থা এ নিয়ে দ্বিতীয় দফা বৃদ্ধি করা হলো। জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ব্যাখ্যায় উপপ্রধানমন্ত্রী নোমান কুর্তুলমাস বলেন, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের হোতা যুক্তরাষ্ট্র প্রবাসী ধর্মীয় নেতা ফতুল্লা গুলেন এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা। এর আগে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ২০ জুলাই তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ওই সময় ভাষণে এরদোগান বলেছিলেন, তুরস্কে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার জন্যে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। আনাদুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।