Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরাসরি লন্ডনের পথে প্রথম মালবাহী চীনা ট্রেনের যাত্রা শুরু

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ইউরোপের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন ঘটানোর অংশ হিসেবে সুদূর লন্ডনের পথে মালবাহী ট্রেনের সরাসরি সার্ভিস চালু করেছে চীন। গত গত মঙ্গলবার চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াং এর ইউও শহর থেকে প্রথম মালবাহী ট্রেনটি সরাসরি লন্ডনের পথে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া, রয়টার্স। এই ট্রেনটিতে কাপড়, ব্যাগ ও গৃহস্থালী সামগ্রী বহন করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।  চীন থেকে ব্রিটেনের পথে ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সার্ভিসটির ১৮ দিন সময় লাগবে। সার্ভিসটি চীন থেকে কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্স হয়ে পূর্ব লন্ডনের বার্কিং রেল ফ্রাইট টার্মিনালে পৌঁছবে। তবে এই পথে বিভিন্ন গেজের লাইন থাকায় চীন থেকে রওয়ানা হওয়া ট্রেনটি সরাসরি লন্ডনে যেতে পারবে না। পথের বিভিন্ন পয়েন্টে ট্রেন পরিবর্তন করতে হবে। চায়না রেলওয়ে ইতোমধ্যে চীন ও ইউরোপের কয়েকটি শহরের মধ্যে সার্ভিস চালু করেছে। এসব শহরের মধ্যে স্পেনের মাদ্রিদ ও জার্মানির হামবুর্গ উল্লেখযোগ্য। ট্রেনে মালামাল পাঠানো আকাশ পথের চেয়ে সাশ্রয়ী হচ্ছে এবং এতে সাগর পথের চেয়ে সময়ও কম লাগছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ