Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারির ই-মেইল রাশিয়া থেকে হ্যাক হয়নি : অ্যাসাঞ্জ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচন চলাকালে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের যে ই-মেইল হ্যাকিং হয়েছে তা রাশিয়া থেকে করা হয়নি বলে জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত মঙ্গলবার অ্যাসাঞ্জ বলেন, আগেও বলেছি এবং আবারো বলছি যে, গত দুই মাস ধরে রাশিয়ার সরকার এবং রাষ্ট্রপক্ষ থেকে আমাদের কোনো সোর্স নেই। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন এ বিষয়য়ে অ্যাসাঞ্জের বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। তিনি অ্যাসাঞ্জকে বিশ্বাস করেন না বলেও ফক্স নিউজকে জানিয়েছেন। নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ওবামা প্রশাসনকে হেয় করার চেষ্টার কারণেও অ্যাসাঞ্জকে অভিযুক্ত করা হয়। অ্যাসাঞ্জ বলেন, তারা ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউজে জয়ের বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন না। তারা ট্রাম্পকে অবৈধ প্রেসিডেন্ট বলার চেষ্টা করছেন। এদিকে, এই ইমেইল হ্যাকের ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন ওবামা প্রশাসন। মার্কিন নির্বাচনের আগে প্রচারণার সময় ডেমোক্রেটিক প্রার্থী হিলারির ই-মেইল হ্যাকিংয়ের জন্য রাশিয়াকেই দায়ী করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন কর্মকর্তারা বলছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জেতাতেই রাশিয়া এমনটা করেছে। অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকস কি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ