Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের হুমকি ঝুঁকিতে ফেলবে পৃথিবী : ক্রিস্টিন

প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৩৯ পিএম, ৪ জানুয়ারি, ২০১৭

ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান পার্টির একজন শীর্ষস্থানীয় নেত্রী ক্রিস্টিন টড হুইটম্যান বলেছেন, জলবায়ু পরিবর্তনের তহবিল কমিয়ে আনার ট্রাম্পের হুমকি পৃথিবীর ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলবে। বুশ প্রশাসনে পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী এই নারী বলেন, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর নিজের সাত নাতি-নাতনির ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞানকে উপেক্ষা করার অভিযোগও তুলেছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকৃতির সুরক্ষায় রিপাবলিকান পার্টির অতীত ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলেন ক্রিস্টিন টড হুইটম্যান। তিনি বলেন, ১৯৯২ সালে জর্জ বুশ সিনিয়র ব্রাজিলের রিও শহরে প্রকৃতি সুরক্ষায় জাতিসংঘের ফ্রেমওয়ার্কে স্বাক্ষর করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) প্রতিষ্ঠা করেছেন। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার সাবেক এই প্রধান বলেন, প্রকৃতি সংরক্ষণের বিষয়টি মজ্জাগতভাবেই রক্ষণশীল। আশা করি, ট্রাম্পের চিন্তা ভুল প্রমাণিত হবে। তবে এটাও মাথায় রাখতে হবে, তার মন্ত্রিসভায় তেলশিল্পের বহু কোটিপতি ব্যবসায়ী রয়েছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা বলছেন, পরিবেশ বিষয়ক বর্তমান মার্কিন নীতি ব্যবসা-বাণিজ্যের রাশ টেনে ধরবে। তবে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার সাবেক প্রধান বলেন, অন্যায্যভাবে বিশ্বের ক্ষতি করে না; এমন ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করা উচিত। জলবায়ু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নীতি এখনও পরিষ্কার নয়। তবে তার অন্তর্বর্তী দল এরই মধ্যে কয়লা উত্তোলন, তেলের নতুন পাইপলাইন চালু, জনশূন্য এলাকা কিংবা উত্তর মেরুতে খননকার্য বা অনুসন্ধান নিয়ে কথা বলেছে। ট্রাম্প তার নতুন প্রশাসনে পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে স্কট প্রুইটকে বেছে নিয়েছেন। ওকলাহোমার এই অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতির ঘোর বিরোধী হিসেবেও পরিচিত। তিনি শিল্পক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ব্যবহারের পক্ষে। ফলে সমালোচকরা বলছেন, প্রুইট তো জলবায়ু পরিবর্তনকে স্বীকারই করেন না। কাজেই পরিবেশবিরোধী ব্যক্তিকে পরিবেশ বিষয়ক সংস্থার শীর্ষ পদে বসানো বিপজ্জনক। এছাড়া টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরিকে জ্বালানিমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়ে এর আগে সন্দেহ প্রকাশ করেছিলেন রিক পেরি। যুক্তরাষ্ট্রের পরিবেশবাদী সংগঠনগুলোর আশঙ্কা, রিক পেরি নবায়নযোগ্য জ্বালানি থেকে সরে গিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির পথেই এগোবেন। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পরিবেশ নীতি নিয়ে সাক্ষাৎকারে ক্রিস্টিন টড হুইটম্যান বলেন, পরিবেশ রক্ষার ব্যাপারে বিজ্ঞানকে অবজ্ঞা করা আমার কাছে খুবই উদ্বেগের। রেডিও ৪-এর জন্য একটি ডকুমেন্টারির অংশ হিসেবে তার সঙ্গে কথা বলে সংবাদমাধ্যমটি। ক্লাইমেট চেঞ্জ : দ্য ট্রাম্প কার্ড শিরোনামের এ ডকুমেন্টারিটি রেডিও ৪-এ প্রচারিত হওয়ার কথা রয়েছে। আলাপকালে ক্রিস্টিন টড হুইটম্যান বলেন, আমার পরিবার এবং দুনিয়াজুড়ে সব পরিবারের সদস্যদের নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। একটা দেশ যা করে, অন্য দেশের ওপর তার প্রভাব পড়ে। ৯৭ শতাংশ বিজ্ঞানী বলছেন জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটছে। মানুষের ওপর এর প্রভাব পড়ছে। বেঁচে থাকার জন্য আমরা এই পরিবর্তনের গতি মন্থর করার জন্য কাজ করতে পারি। বিবিসি।                          



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ