Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন ব্রেক্সিট কূটনীতিক স্যার আইভান রজার্স আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া অর্থাৎ, ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে তিন মাসের  মধ্যেই শুরু হতে চলা আলোচনায় আইভান রজার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করলেন। ২০১৩ সালে আইভানকে ইইউ রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয় আইভানের পদত্যাগের কোনও কারণ জানায়নি। গত মাসে বিবিসি জানিয়েছিল, আইভান গোপনে মন্ত্রীদেরকে বলেছিলেন, যুক্তরাজ্য-ইইউ ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত হতে ১০ বছর সময় লাগতে পারে। এমন নেতিবাচক কথা বলে তিনি কয়েকজন এমপির সমালোচনার শিকার হন। তবে ইইউ এর ২৭ টি দেশও তার সঙ্গে একমত বলে জানিয়েছিলেন আইভান। কিন্তু মন্ত্রীদের ভাষ্য, ব্রেক্সিট চুক্তি দুবছরেই হতে পারে। ফলে বিষয়টি নিয়ে আইভান নেতিবাচক দৃষ্টিভঙ্গিরই প্রকাশ ঘটিয়েছেন বলে অভিমত সমালোচকদের। এ সমালোচনার কয়েক মাসের মাথায়ই আইভান পদত্যাগ করলেন। যদিও তিনি তার এ সিদ্ধান্তের কোনও কারণ ব্যাখ্যা করেননি। তবে আইভানের মত একজন অভিজ্ঞ মানুষের পদত্যাগ সরকারের ব্রেক্সিট পরিকল্পনায় একটি বড় ধাক্কা বলেই মনে করছেন সাবেক লিবারেল ডেমক্রেট নেতা নিক ক্লেগ। আইভানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের নভেম্বরে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ