Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিটলারের মেইন ক্যাম্প এক বছরে বিক্রি ৮৫ হাজার কপি

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক বছর আগে জার্মানিতে প্রকাশিত হয়েছিল দেশটির নাৎসি শাসক অ্যাডলফ হিটলারের লেখা মাইন ক্যাম্ফ বইটির এক বিশেষ সংস্করণ। এখন পর্যন্ত যা প্রায় ৮৫ হাজার কপি বিক্রি হয়েছে। মিউনিখের ইনস্টিটিউট অব কনটেম্পরারি হিস্টোরি (আইএফজেড) মেইন ক্যাম্প-এর টীকাযুক্ত ওই সংস্করণটি প্রকাশ করে গত জানুয়ারিতে। প্রকাশক প্রফেসর আন্দ্রিয়াজ ওয়াইরশিং জানিয়েছেন, ওই সংস্করণের প্রায় ৮৫ হাজার কপি ইতোমধ্যে বিক্রি হয়েছে। তিনি আরও বলেন, এই সংখ্যাটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। আইএফজেড-এর পরিচালক আন্দ্রিয়াজ আরও জানান, চলতি মাসের শেষ নাগাদ ষতম প্রিন্টের কপি বাজারে আসবে। আইএফজেড-এর সংস্করণে বইটির প্রচ্ছদে নাৎসি যুগের মতো হিটলারের ছবি নেই। নেই নাৎসি স্বস্তিকা চিহ্ন, যা জার্মানিতে নিষিদ্ধ। এই সংস্করণে যুক্ত করা হয়েছে বেশকিছু টীকা। প্রকাশক আন্দ্রিয়াজ জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে জানিয়েছেন, আইএফজেড একটি সংক্ষেপিত ফরাসি সংস্করণ করারও পরিকল্পনা করছে। তবে সেখানে আমাদের দুই-তৃতীয়াংশ মন্তব্যই অনুবাদ করতে হবে। উল্লেখ্য, মাইন ক্যাম্ফ বইটি প্রথম ১৯২৫ সালে, হিটলার ক্ষমতায় আসার আট বছর আগে প্রকাশিত হয়েছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনী পরাজিত হওয়ার পর বইটিকে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে বইটির স্বত্ত্ব তুলে দেওয়া হয় বাভারিয়া রাজ্যের হাতে। কিন্তু জার্মান কেন্দ্রীয় আইন অনুযায়ী, প্রকাশনার স্বত্ত্ব ৭০ বছর পর্যন্ত টিকে থাকে। ৭০ বছর পার হওয়ার পর বাভারিয়া কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা কার্যকর না থাকায় বইটি পুনরায় প্রকাশের উদ্যোগ নেয় আইএফজেড কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে তারা ৪ হাজার কপি প্রিন্ট করেছিলেন। তবে তা দ্রুত ফুরিয়ে যাওয়ায় পরবর্তীতে আরও বেশি সংখ্যায় বই প্রিন্ট করা হয়। মাইন ক্যাম্ফ-এ হিটলার তার বর্ণবাদী আকাক্সক্ষা প্রকাশ করেছিলেন। ক্ষমতায় গিয়ে যা হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী কার্যকর করেছিল। বিভিন্ন মহল থেকে বইটি নতুন করে প্রকাশ করার সমালোচনা করা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ