Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শেখ হাসিনার কিছু হলে দেশে আগুন জ্বলবে ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৯৭৫ আর ২০১৭ সাল এক নয়। ’৭৫ সালের বঙ্গবন্ধু অপেক্ষা ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ শক্তিশালী। তার রক্ত আদর্শে উত্তরসুরি শেখ হাসিনাও অনেক বেশি শক্তিশালী।
গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের প্রস্তুতি সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
ওবায়দুল কাদের বলেন, গাইবান্ধায় সংসদ সদস্য লিটনকে মেরে টেস্ট কেস চলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটে আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না। তাই আজ ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাগলিতে এসে গেছে। আমি বলতে চাই, শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। সেই আগুনের লেলিহান শিখায় ষড়যন্ত্রকারীরা ছাই হয়ে যাবে।
তিনি বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন বছরের প্রথম সাম্প্রদায়িক হামলা। লিটনকে কারা হত্যা করেছে তা সারাদেশের মানুষের জানা হয়ে গেছে। এই হত্যা জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের বিপক্ষে পুরনো ষড়যন্ত্রেরই আরেক রূপ। লিটন হত্যার পর তার নির্বাচিত এলাকায় যে জনপ্রতিরোধ গড়ে উঠেছে তাতেই প্রমাণ করে লিটনের কী জনপ্রিয়তা ছিল। কোন প্রকৃতির নেতা ছিল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের বিশতম সম্মেলনের পর দলটি নবচেতনায় উদ্বেলিত হয়ে যাত্রা শুরু করেছে। এখন আওয়ামী লীগের যেকোনো সমাবেশেই জনপ্রতিনিধি ও তাদের ভোটারদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। সুতরাং এই দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। ১০ জানুয়ারির জনসভা সফল করতে সকলের সহযোগিতা চেয়ে কাদের বলেন, এ বছরের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্বকালের সর্ববৃহৎ জনসভায় পরিণত হবে। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক উগ্রবাদের বিপক্ষে নবজাগরণ ও গণজোয়ার অটুট রাখার জন্য সকল নেতাকর্মী ও দেশের সর্বশ্রেণীর মানুষের উদ্দেশে বিশেষ বক্তব্য প্রদান করবেন।
মেয়র সাঈদ খোকনের সফলতার বিষয়ে ওবায়দুল তাদের বলেন, ঢাকা সিটি করপোরেশনের উন্নয়ন তখনই বুঝব যখন এ এলাকায় খাদ্য ভেজাল থেকে মুক্ত হবে, এ এলাকার তরুণ প্রজন্ম মাদকমুক্ত হবে। আমি মনে করি খোকন উদ্যোমী  নেতা। সে পারবে।
তিনি বলেন, ১০ জানুয়ারি জনসভা সফল করতে আমি গতকাল একটি থানায় কর্মী সভা করেছিলাম, যা অতীতে কেউ করেনি। এ সভাটি কর্মী সভায় না থেকে জনসভায় রূপ নিয়েছিল। তাই আমি নগর নেতাদের বলছি জনসভার আগে একটি দিন আমি সূত্রাপুরে যেতে চাই।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকায় কর্মী সভা করার আহ্বান করেন কাদেরকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাদের উদ্দেশে বলেন, আমি নতুন ঢাকায় একটা কর্মী সভা করেছি। আরেকটি আদি ঢাকায় করতে চাই। এটি নগর নেতারা ঠিক করবেন।  
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৪ জানুয়ারি, ২০১৭, ৮:৪০ এএম says : 0
    আওয়ামী লীগের সাধারন সম্পাদক যাকে এত বিশ্বাস করে জননেত্রী তার পরের পদ দিয়েছেন সেই নেতা কিভাবে বলেন শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে??? ওবায়দুল কাদের সাহেব আপনার নিকট আমার প্রশ্ন আপনি জীবিত থাকলে শেখ হাসিনার কিছু হবে এটা কিভাবে সম্ভব??? শেখ হাসিনার কিছু হলে তার আগে আপনাকে হাসিনার সামনে বুক পেতে দিতে হবে এবং আপনাকে ভেদ করে যদি গুলি যায় তাহলেই নেত্রী হাসিনার কিছু হবে এটা মনে রাখবেন। ................. ..................... আমি বলতে চাই আপনি কাদের সাহেব আপনার নিয়ন্ত্রিত নেতাদেরকে নিয়ন্ত্রণে আনুন ভাল ভাল কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না কাজ দেখতে চাই। আপনি প্রথম মিটিং করেছেন এতে কি বাঘ ভাল্লুক মেরেছেন... মিটিং ছিটিং আমরা দেখতে চাইনা...... পয়সা ব্যায় করে এসব মিটিং করে আমাকে তথা দেশ বাসিকে বড় বড় কথা শুনালে আমরা আপনাকে বাধ্য করাব এসব কথা বন্ধ করতে। আমি আগেও আপনার কার্যকলাপের গঠন মূলক সমালোচনা করেছি মন্তব্য ছাপাও হয়েছে নিশ্চয়ই পড়েছেন। .................. ............................... আল্লাহ্‌ আপনাদেরকে শুবুদ্ধি দান করুন আর খারাপ কাজ করা থেকে বিরত রাখুন এটাই আমার দোয়া। আমীন
    Total Reply(0) Reply
  • Abdul Baten ৪ জানুয়ারি, ২০১৭, ১১:৫৭ এএম says : 0
    আগুন সবাই লাগাতে পারে কেউ নিবাতে পারে না। আপনারা দুই দল মিলে যত পারেন আগুন লাগান চোখ নিবলে তার বিচার শুরু হবে
    Total Reply(0) Reply
  • Md Nizam ৪ জানুয়ারি, ২০১৭, ১২:১২ পিএম says : 2
    100% right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ