পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন কামারগ্রামের বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী মহিউদ্দিন শেখ পৌরসভার বারাশিয়া নদীর পাড়ে গুনবহা মৌজার ৯ নং দাগে পানি উন্নয়ন বোর্ডের আনুমানিক ২ শতাংশ জমি অবৈধ দখল করে আধা-পাকা দোকানঘর তুলছেন। জমির মূল্য বর্তমান বাজার অনুযায়ী ৫-৬ লাখ টাকা। এ ব্যাপারে মহিউদ্দিন শেখ দাবী করেন- বারাশিয়া নদীর পাড়ে রাস্তা সংলগ্ন পারিবারিক ৬ শতাংশ জমি আছে। এর পিছনে ১ শতাংশ বাড়তি জমিতে ইটের গাঁথুনি দিচ্ছি। এ সময় তাকে জমির কাগজপত্র দেখাতে বললে তিনি সাংবাদিকদের দেখাতে অস্বীকার করেন। আগামী ৭ জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা আফরোজ ইমা আমাকে জমির কাগজপত্র নিয়ে হাজির হতে বলেছেন। আমি তাকে (এসি ল্যান্ড) কাগজপত্র দেখাবো। পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের ব্যাপারে বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) উপ-বিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর লোক পাঠিয়ে কাজ বন্ধ করতে বলেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।