Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে বীমা প্রতিষ্ঠান

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগকৃত অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামের একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠান। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরণীর হাসিনা ভিলায় তাদের ভাড়াকৃত অফিসে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে গ্রাহকরা সর্বশান্ত হয়ে বিক্ষোভ করতে থাকেন। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিভিশনাল কো-অর্ডিনেটর রেহেনা পারভীন জানান, মাসিক ২০ হাজার চারশ’ টাকা বেতন দেয়ার কথা বলে আমাকে এখানে চাকরি দেন এই কোম্পানির এমডি আবদুল ওহাব দুলাল। একইসাথে আমাকে দিয়ে নগদ ২৪ হাজার টাকার একটি পলিসিও খুলে নেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জীবনের বেকারত্ব ঘোচাতে অনেক কষ্ট করে সেখানে টাকা ইনভেস্ট করি। একমাস চাকরিও করেছি। কিন্তু কোনো বেতনও পাইনি। সকালে এসে দেখি এমডি আবদুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই জেলার বাইরে থেকে যারা এখানে চাকরি করতেন তারা সবাই পালিয়ে গেছেন। গ্রাহকরা কাউকে না পেয়ে এ সময় বিক্ষোভ করতে থাকেন। এ সময় অনেক গ্রাহক অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন ফার্নিচার নিয়ে চলে যান। গ্রাহকরা এ সময় এমডি আবদুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই অর্থ আত্মসাতের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের শাস্তির দাবি জানান। এ ব্যাপারে জানার জন্য ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি আবদুুল ওহাব দুলালের কাছে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বারবার ফোন দেয়া হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সাতক্ষীরার থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ