Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সু চি’র অঙ্গীকার চলতি বছরেই শান্তি প্রতিষ্ঠা

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এ বছরই সফল হবে বলে জানিয়েছেন দেশটির নেতা অং সান সুচি। ২০১৭ সালের মধ্যে মিয়ানমারে স্থায়ী শান্তি অর্জনের ব্যাপারে তিনি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও দেশটির উত্তর-পূর্বাঞ্চলেও অশান্তি বিদ্যমান। দেশটির রাজধানী নে পি দোয় ন্যাশনাল রিকনসিলিয়েশন অ্যান্ড পিস সেন্টারের (এনআরপিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে বিশ্বে আমাদের প্রকৃত শুভাকাক্সক্ষীদের সহায়তায় দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা মিয়ানমারে সহাবস্থান ও জাতীয় শান্তি প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালাবো। এই ভবন থেকেই শান্তির লক্ষ্যে আমরা আমাদের দেশকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলা করবো। জানা যায়, ইয়াঙ্গুনেও একটি এনআরপিসি রয়েছে। সেটির চেয়ারম্যানও সুচি। প্রসঙ্গত, ২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের দাঙ্গা শুরু হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ