Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেশটির আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নেতানিয়াহুকে। গত সোমবার তদন্তকারীরা যান নেতানিয়াহুর বাসভবনে। এর আগে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তিনি বিষয়টি অতিরঞ্জিত না করতে গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের হুঁশিয়ার করে দেন। কিছুই হবে না, কারণ কিছুই নেই, বলেন নেতানিয়াহু। ইসরাইলের সংবাদ মাধ্যমে জানা যায়, নিজ বাসভবনে নেতানিয়াহুকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সংবাদমাধ্যম জানায়, নেতানিয়াহুর বিরুদ্ধে দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ উপহার হিসেবে হাজার হাজার ডলার নেওয়ার অভিযোগ আছে। এদিকে, নেতানিয়াহুর বিরোধীরা গত কয়েক মাসে বেশ কিছু কেলেঙ্কারির বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। জেরুজালেম পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ