Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর বহর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিরল ঘটনা। সাগর এলাকা থেকে ফিরিয়ে নেয়া হচ্ছে জাহাজগুলো

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন বিমানবাহী রণতরী থাকবে না। ২০০৭ সালের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের পানি সীমায় কোনো মার্কিন রণতরী থাকবে না। আগামী অন্তত দুমাসের মধ্যে মধ্যপ্রাচ্যের পানিসীমায় কোনো মার্কিন রণতরী পাঠানো পেন্টাগনের পক্ষে সম্ভব হবে না। পাশাপাশি বিশ্বের কোনো সাগরেই আর কোনো মার্কিন রণতরী তৎপর থাকবে না। মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ এ খবর দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন ঘটনা ঘটল।
গত সাত মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল মার্কিন রণতরী ইউএসএস ডিউইট ডি আইসেনআওয়ারসহ একটি নৌবহর। কিন্তু এটাকে ভার্জিনিয়ার নোরফোক নৌঘাঁটিতে ফিরে আসার প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছে। ডিসেম্বরের ৩০ তারিখের মধ্যে এটার ফিরে আসার কথা ছিল। ফিরে আসার পর প্রয়োজনীয় মেরামতসহ রক্ষণাবেক্ষণের কাজ শেষ হতে অন্তত ১৩ মাস লেগে যাবে। তবে এ সময়সীমা আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এর বদলে ইউএসএস এইচ.ডব্লিউ. বুশকে ওই এলাকার পাঠানোর কথা ছিল। কিন্তু বিমানবাহী রণতরীটিও অনিবার্য প্রয়োজনেই শিপইয়ার্ডে আটকা পড়ে আছে। চলতি মাসের শেষ নাগাদ এটি হয়ত পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হতে পারবে। এতে ধারণা করা হচ্ছে যে অন্তত দুই মাস মধ্যপ্রাচ্যের সাগরে কোনো মার্কিন বিমানবাহী রণতরী থাকবে না। অবশ্য মার্কিন বিমানবাহী রণতরী না থাকলেও মার্কিন নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের সাগরে টহল দেবে। পাশাপাশি হেলিকপ্টার এবং যুদ্ধবিমানও থাকবে। গত বছরের শরৎকালেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অবশ্য, তখন শূন্যতা পূরণের জন্য সেখানে ফরাসি বিমানবাহী রণতরী পাঠানো হয়েছিল। বিবিসি, আলজাজিরা ও রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ