Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১০ জানুয়ারি বিদায়ী ভাষণ ওবামার

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নিজ শহর শিকাগোয় ১০ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন। গত সোমবার প্রকাশিত এক ই-মেইল বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বারাক ওবামা বলেন, তিনি তার এই ভাষণকে বিগত আট বছরের বর্ণাঢ্য কর্মযাত্রার জন্য দেশবাসীকে ধন্যবাদ দেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছেন। একই সঙ্গে আরও ভালো কিছুর আশায় দেশবাসী যেভাবে পরিবর্তন ঘটিয়েছে, তা উদ্যাপন করার এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কোথায় যাবে, সে বিষয়ে নিজের চিন্তাভাবনার আদান-প্রদানের সুযোগ হিসেবেও তিনি এই ভাষণকে বিবেচনা করছেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। হোয়াইট হাউসের টিকিট পেতে নির্বাচনী প্রচারাভিযানজুড়েই তিনি ওবামার স্বাস্থ্যনীতিসহ অনেক নীতি বাতিলের কথা বলেছিলেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে বারাক ওবামার অনেক প্রচারণা সত্ত্বেও হিলারি জয়ী হতে পারেননি। এখন উত্তরসূরির সঙ্গে নীতিগত প্রশ্নে ব্যাপক মতপার্থক্য সত্ত্বেও ওবামা নির্ঝঞ্ঝাট ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ