Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমা ধাঁচের পোশাকের কারণেই নারীরা লাঞ্ছিত হচ্ছে : প্রেমেশ^রা

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি প্রেমেশ^রা। কংগ্রেস দলীয় এই মন্ত্রী অনেক বিজেপি নেতার মতো মন্তব্য করেন, পশ্চিমা ধাঁচের পোশাকের কারণেই নারীরা ধর্ষিত হয়ে থাকে এবং এ করণেই নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তার এ বক্তব্য তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। নারী বিষয়ক জাতীয় কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারামাঙ্গারাম স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেছেন।নারী বিষয়ক জাতীয় কমিশন ও কর্নাটক রাজ্য নারী কমিশন উভয় প্রতিষ্ঠানই খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনকালে নারীদের ওপর হামলায় পুলিশ ও প্রশাসনিক রিপোর্টের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জি প্রেমেশ^রা সোমবার অভিযোগের সুরে বলেন, তরুণ-তরুণীরা পশ্চিমা ধাঁচের পোশাক পড়ার কারণে নববর্ষের রাতে হামলার শিকার হয়েছে। বেসরকারি এক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাতকারে মন্ত্রী প্রেমেশ^রা বলেন, যুবক-যুবতীরা পুরোপুরি পশ্চিমা সংস্কৃতিতে গড়ে উঠছে। তারা শুধু মানসিক ভাবেই তাদের অনুকরণ করছে না, সেরকম পোশাক-আশাকও পড়ছে। এ কারণেই তারা নাজেহাল হচ্ছে। নববর্ষের রাতে কিছু মেয়ে নাজেহাল হয়েছে। আপনারা জানেন, এটা হয়েছে তাদের ওই ধরনের পোশাকের কারণে। পুলিশ কমিশনার প্রবীণ সুদ বলেন, থার্টিফাস্টের রাতে ব্যাপক পুলিশি নিরাপত্তা সত্ত্বেও অনেক নারী শারীরিক এবং মৌখিকভাবে লাঞ্ছিত হয়েছে। সাউথ লাইভ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ