Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ইমেইল ভীতি

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিলারি ক্লিনটনের পরিণতি দেখে ই-ইমেইলের বিষয়ে আগে থেকেই সতর্ক ডোনাল্ড ট্রাম্প। তাই যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ যে কোনো বার্তা সনাতন পদ্ধতিতে হাতে হাতে পেতে চাইছেন। নিউ ইয়র্কে খ্রিস্টীয় নতুন বছর বরণের সময় যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্টের কথায় ই-মেইল নিয়ে তার ভীতির বিষয়টির প্রকাশ ঘটে বলে যুক্তরাজ্েযর দৈনিক মেইল জানিয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যদি কোনো কিছু সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তবে আমি বলব তা হাতে লিখে ফেলুন, তারপর কাউকে দিয়ে পাঠিয়ে দিন, ঠিক পুরনো কালের মতো। কী কারণে এই ভাবনা, সেটাও জানিয়ে দেন তিনি, কারণ কোনো কম্পিউটারই নিরাপদ নয়। অবিরত টুইট করে গেলেও ট্রাম্প সা¤্রাজ্যের এই মালিক ই-মেইল ও কম্পিউটার কদাচিৎ ব্যবহার করেন বলে ডেইলি মেইল জানিয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যাকে হারিয়েছেন ট্রাম্প, সেই হিলারিকে ই-মেইল কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় পড়তে হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত মেইল সরকারি কাজে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ