Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রয়োজনে শক্তি প্রয়োগে সঙ্কোচ হবে না : বিপিন

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, তার দেশের সেনারা সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে পেশীশক্তি দেখাতে মোটেই সঙ্কোচ বোধ করবে না। নাম উল্লেখ না করলেও তিনি মূলত পাকিস্তানকে উদ্দেশ করেই এই হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের সেনাবাহিনীর প্রধান হিসেবে গত শনিবার দায়িত্ব গ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত। দায়িত্বভার গ্রহণের পর গত সোমবার সাউথ ব্লকে গার্ড অব অনার পরিদর্শন করার পর ভারতের নতুন এই সেনাপ্রধান বলেন, আমাদের দেশ আর সেনারা সীমান্তে সবসময় শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা দুর্বল। আমরা সর্বপ্রকারেই সক্ষম ও শক্তিশালী। প্রয়োজন পড়লে যে কোনো ধরনের শক্তি ব্যবহারে আমরা ইতস্তত করব না। যে দুই সিনিয়র সেনা কর্মকর্তাকে টপকে তাকে সেনাপ্রধান করা হয়েছে সেই দুই কর্মকর্তা সেনাবাহিনীতে তাদের কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন জেনারেল রাওয়াত। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ