Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশা পূরণে সচেষ্ট হতে হবে -বাংলাদেশ মুসলিম লীগ

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে আত্মত্যাগকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রধান বক্তা ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের আলোচনার অংশ নেন রিওয়ানুল বারী চৌধুরী, আলহাজ মো. কুদরুত উল্লাহ, আলহাজ মো. হাসান সালাম সেলিম, আলহাজ আকবর হোসেন পাঠান, এসআই ইসলাম মিলন, মো. আনোয়ার হোসেন আবুড়ী দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. ওসমান গণি প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর নিজের ভাষায় কথা বলে ও বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ৫২ সালে ভাষা আন্দোলনকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করার যে অপচেষ্টা করা হয়েছিল তা মহান শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জনমানুষের ন্যায্য দাবির কাছে পরাস্ত হয়। পৃথিবীর কোনো দেশেই সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর দাবিকে কেউ স্তব্ধ করতে পারেনি। ইতিহাসেই তার সাক্ষী। বর্তমান প্রেক্ষাপটে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে জনপ্রত্যাশা পূরণে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহŸান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশা পূরণে সচেষ্ট হতে হবে -বাংলাদেশ মুসলিম লীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ