Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশকোনায় আত্মসমর্পণ করা দুই নারী আবারো ৭ দিনের রিমান্ডে

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণখানের আশকোনার সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ধরা দেয়া জেবুন্নাহার শিলা এবং স্ত্রী তৃষ্ণা মনি ওরফে উম্মে আয়েশাকে দ্বিতীয় দফায় আরো ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সত্যব্রত বিশ্বাস এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ ইন্সপেক্টর সায়েদুর রহমান দুই সন্দেহভাজন নারী জঙ্গিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি দুই জনকে দ্বিতীয় দফায় ১০ দিন  রিমান্ডে নেয়ার আবেদন করলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুই নারীকে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদনে বলা হয়, পুলিশ অভিযানের আগেই আসামি মাইনুল ইসলাম ওরফে আবু মুছাসহ অজ্ঞাতনামা তিন থেকে চার জন জঙ্গি পালিয়ে যায়। আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক সম্পর্কে তথ্য উদ্ধার এবং পলাতকদের নাম ঠিকানা জানার জন্য আসামিদের  ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এই দুই নারীরে মধ্যে জেবুন্নাহার শিলা সন্দেহভাজন জঙ্গি নেতা জাহিদুল ইসলামের স্ত্রী। মেজর পদে থাকাকালে সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে জাহিদ জঙ্গি তৎপরতায় জড়ান বলে অভিযোগ আছে। গত ১ জানুয়ারি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদেরকে তিনিই প্রশিক্ষণ দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন তিনি।
অন্যদিকে তৃষ্ণা মনি পলাতক জঙ্গি নেতা মুছার স্ত্রী। তামিম চৌধুরী ও সারোয়ার জাহানের মৃত্যুর পর তিনিই নব্য জেএমবির নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে ধরতেই গত ২৩ ডিসেম্বর রাতে ৫০ আশকোনার সূর্যভিলায় অভিযান চালায় পুলিশ।
ওই অভিযান চলাকালেই দুই নারী পুলিশের কাছে ধরা দেন। আরও একজন নারী তার গায়ে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দেন। আর গুলিতে নিহত হয় সন্দেহভাজন জঙ্গি আফিফ কাদেরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ