Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য মেলায় এখনও অনেক স্টল তৈরি ও গোছাতেই ব্যস্ত ব্যবসায়ীরা গোলাম মোস্তফা রুমী

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেও এখনো অনেক স্টল তৈরি ও গোছাতেই ব্যস্ত ব্যবসায়ীরা। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে শুরুর পরও পুরোপুরি কাজ শেষ হয়নি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অর্ধশত স্টলের নির্মাণকাজ এখনও বাকি। সেগুলোকে দ্রæত মেলার উপযোগী করতে কাজ চলছে। এর মধ্যেই ক্রেতা-দর্শনার্থীরা অল্প-স্বল্প করে আসতে শুরু করেছেন। যেসব স্টল ও প্যাভিলিয়নের কাজ শেষ হয়েছে সেগুলোতে বিক্রি সামান্য। তবে প্রস্তুতিতে এগিয়ে আছে প্যাভিলিয়নগুলো। বেশিরভাগ প্যাভিলিয়ন গোছানো প্রায় শেষ পর্যায়ে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা বলেন, কিছু স্টলের কাজ বাকি আছে। সেগুলোর কাজ দ্রæতই শেষ হবে। অন্যসব বছরের চেয়ে এবার প্যাভিলিয়নের কাজ দ্রæত শেষ হয়েছে। প্রায় সবাই একসঙ্গে এবার মেলায় পণ্য প্রদর্শন শুরু করতে পারবেন। স্টল গোছাতে বিলম্ব সম্পর্কে তিনি বলেন, শেষ দিকে লেআউট প্ল্যানে কিছু পরিবর্তন আনা হয়। এ কারণে বরাদ্দ পেতে সময় লেগেছে এবং স্টল গোছাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এখনো অসমাপ্ত প্যাভিলিয়ন হলো- প্যারাগন, লিনেক্স ও আলীবাবা ডোর। এবার মেলায় স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও ২০ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ৫৮০টি প্যাভিলিয়ন ও স্টলে পণ্য প্রদর্শন করবে। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হল-ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইরান, থাইল্যান্ড, নেপাল, হংকং, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো ও ভুটান। মেলায় বরাবরের মতো এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভিলিয়ন, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরির ৫৮০টি স্টল রয়েছে। থাকছে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এ ছাড়া রয়েছে একটি ই-শপ, দুটি শিশুপার্ক, তিনটি রক্ত সংগ্রহ কেন্দ্র, একটি প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু কেন্দ্র। রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ