Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার তারতাস বন্দরে রোববার আত্মঘাতী হামলায় টহলরত নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। সিরীয় বাহিনীর সূত্র এ কথা জানায়। এ ছাড়া বার্তা সংস্থা সানাও বিষয়টি নিশ্চিত করেছে। দুই হামলাকারী সামরিক পোশাক পড়ে বন্দরে টহলরত সৈন্যদের কাছে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। তবে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে, কারা এ হামলা চালিয়েছে। তারতাসে ভূমধ্যসাগর উপকূলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ট সহযোগী রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। রাশিয়া ও তুরস্ক গত শুক্রবার থেকে সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তা সত্ত্বেও দেশের কিছু কিছু স্থানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ডিপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ