Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিতাকে হটিয়ে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রধান হলেন অখিলেশ যাদব

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতরে উত্তর প্রদেশে বাবাকে হটিয়ে সমাজবাদী পার্টির প্রধানের দায়িত্ব নিলেন অখিলেশ যাদব। গত রোববার সকালে দলীয় কাউন্সিলে সমাজবাদী পার্র্টির (এসপি) প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। উত্তর প্রদেশের প্রবীণ নেতা মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ। তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী।
সমাজবাদী পার্টির প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মুলায়ম সিং যাদব। সামনে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচনে দলের নেতৃত্ব নিয়ে যাদব পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। নানা নাটকীয়তায় বিরোধ চলতে থাকে এবং শেষ পর্যন্ত বাবার বিরুদ্ধে দাঁড়ালেন অখিলেশ। রোববার দলীয় কাউন্সিল আহ্বান করেন অখিলেশ যাদব। দলের বেশিরভাগ সদস্য ও কর্মী কাউন্সিলে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় কাউন্সিল। পার্টির প্রধান হিসেবে অখিলেশের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠে তারা।
অখিলেশের কাকা ও মুলায়মের খুড়তুতো ভাই রাম গোপাল যাদব ঘোষণা করেন, এসপি’র জাতীয় কমিটির প্রেসিডেন্ট হবেন অখিলেশ। তিনি প্রস্তাব করেন, দলের প্রধান দিকপাল হিসেবে দায়িত্ব পালন করবেন মুলায়ম সিং যাদব। অখিলেশ বলেন, পুরো দেশ বোঝে, আমিই নেতাজীকে (মুলায়ম) সবচেয়ে বেশি সম্মান করি। দেশের মানুষ যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তা রুখে দেয়ার দায়িত্ব আমার। তিনি আরও বলনে, কিছু লোকের কারণে দিন দিন উত্তর প্রদেশে জনপ্রিয়তা হারাচ্ছে সমাজবাদী পার্র্টি (এসপি)। আবার যদি উত্তর প্রদেশের ক্ষমতায় আসতে পারে দল, তাহলে বাবা খুশি হবেন।
মুলায়ম সিং যাদবের ছোট ভাই ও অখিলেশের কাকা শিবপাল যাদব ও রাজনীতিক অমর সিংয়ের সঙ্গে কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী অখিলেশের তুমুল দ্বন্দ্ব চলছে। রোববার রাম গোপাল যাদব শিবপালকে দলের উত্তর প্রদেশের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া এবং অমর সিংকে দল থেকে বের করে দেয়ার প্রস্তাব করেন। শনিবার মুলায়ম সিং যাদব ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। শুক্রবার এসপি থেকে ছেলে অখিলেশ ও খুড়াতো ভাই রাম গোপালকে ৬ বছরের জন্য বহিষ্কার করেন মুলায়ম। এর পাল্টা ব্যবস্থা হিসেবে রোববার কাউন্সিল ডেকে দলের নতুন কমিটি ঘোষণা করলেন অখিলেশ ও রাম গোপাল। তবে মুলায়ম বলেছেন, এ ঘটনাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করবেন তিন। যেসব নেতা-র্কমী কাউন্সিলে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন।
উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে দলীয় কোন্দল সৃষ্টি হয়। মুলায়ম ও তার অনুগত নেতাদের তৈরি ওই প্রার্থী তালিকায় অখিলেশের ঘনিষ্ঠ কিছু সহযোগীর নাম না থাকায় পাল্টা তালিকা দেন অখিলেশ। এতে জোরালো হয় বিরোধ। স্টিং টাইমস।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ