Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকের মজুরি থেকে কর কাটা যাবে না

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী শ্রমিকদের মজুরি থেকে কর কাটতে পারবেন না নিয়োগকর্তারা। ২০১৭ সালের প্রথম দিন থেকে কার্যকর হওয়া নিয়োগকর্তার আবশ্যিক প্রতিশ্রুতি (এমপ্লয়ার ম্যান্ডেটরি কমিটমেন্ট- ইএমসি) অনুসারে এ নিয়ম চালু হচ্ছে। ইএমসি অনুসারে শ্রমিকদের বেশ কয়েকটি সুবিধা দিতে বাধ্য থাকবেন নিয়োগকর্তারা। গত রোববার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে। ইএমসির আওতায় শ্রমিক নিয়োগের সব প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে রয়েছে আবেদন, কর্মসংস্থান ও দেশে ফিরে যাওয়া পর্যন্ত শ্রমিকদের সবকিছুর দায় থাকবে নিয়োগকর্তাদের ওপর।
নতুন চালু হওয়া এই বিধি অনুসারে, এখন নিয়োগকর্তাদের বিদেশি শ্রমিকদের বার্ষিক কর দিতে হবে এবং তা মজুরি থেকে কেটে রাখা যাবে না। শ্রমিকদের ন্যূনতম মানসম্পন্ন থাকার ব্যবস্থা করারও দায়িত্ব থাকবে নিয়োগকর্তার। গত শনিবার মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি জানান, এই নীতির কারণে শ্রমিকদের কল্যাণের সব দায়িত্ব থাকবে নিয়োগকর্তার। তিনি বলেন, সরকার একটি অঙ্গীকারনামা তৈরি করবে যাতে নিয়োগকর্তাদের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ থাকবে। সূত্র: দ্য স্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ