Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহরাইনে পুলিশ হত্যা করে কারাগারের ১০ কয়েদি নিয়ে বন্দুকধারীরা পালিয়েছে

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাহরাইনের কারাগারে হামলা চালিয়ে বন্দুকধারীরা সাজাপ্রাপ্ত ১০ আসামিকে মুক্ত করে নিয়ে পালিয়ে গেছে। এ সময় তারা এক পুলিশ সদস্যকে হত্যা করে। এর ফলে সারা এলাকায় ছড়িয়ে পড়ে সন্ত্রাসী আবহ। লোকজন ভয়ে তাদের নিজ নিজ আশ্রয়ে যেতে থাকে। সংবাদ সূত্রে প্রকাশ, গত রোববার চার থেকে ছয়জন বন্দুকধারী বন্দুক ও পিস্তল নিয়ে কারাগারে হামলা চালায়। এ ঘটনায় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। জানা যায়, নিহত ও আহত পুলিশ কারাগারের প্রতিরক্ষায় নিয়োজিত ছিল, তারা দায়িত্ব পালন করতে গিয়ে বন্দুকধারীদের বাধা দেয়। বাধা দেয়ার ফলে হামলাকারীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ সদস্যের মৃত্যু হয়, আহত হয় আরেক জন।
বাহরাইনের রাজধানী মানামার দক্ষিণে এ ঘটনার পর ওই কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর পলাতক আসামিদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে বাহরাইনে সুন্নি শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে শিয়া জনগোষ্ঠীর লোকজন। সে সময় বিক্ষোভকারীরা মানামার পার্ল চত্বর দখল করে গণতন্ত্রের দাবি জানায়। পরে মার্চে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।  ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ