Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ড. আমিনুল ইসলাম সায়েন্স কাউন্সিল অফ এশিয়ার সভাপতি নির্বাচিত

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস প্রফেসর এবং দেশের বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম ২০১৬-২০১৮ মেয়াদে সায়েন্স কাউন্সিল অফ এশিয়ার (ঝঈঅ) সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ফিলিপাইনে অনুষ্ঠিত সংস্থার ১৬তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হন। সায়েন্স কাউন্সিল অফ এশিয়া হচ্ছে এশিয়ার ১৮টি দেশের ৩১টি সংস্থার সমন্বয়ে গঠিত একটি সংগঠন যা সদস্য দেশ সমূহের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সস (ইঅঝ) সায়েন্স কাউন্সিল অফ এশিয়ার সদস্য এবং প্রফেসর ড. আমিনুল ইসলাম বাংলাদেশ একাডেমি অব সায়েন্সস (ইঅঝ)-এর সভাপতি হিসেবে এ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং নেতৃত্ব ২০১৬ -২০১৮ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রফেসর ড. আমিনুল ইসলাম ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত জাতীয় বিশ^বিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্বও পালন করেন। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে জুনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন এবং ১৯৭৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। মহান মুক্তিযুদ্ধে তার গৌরবময় ভ‚মিকার জন্য তিনি ১৯৯১ সালে স্বাধীনতা পদকে ভ‚ষিত হন।-প্রেস বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ