Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ললিতার লাশ তোলার আদেশ কেন দেওয়া যাবে না : হাইকোর্ট

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাদ্রাজের হাইকোর্ট। আদালত  জানতে চেয়েছেন, মরদেহ সমাধি থেকে তোলার আদেশ কেন দেওয়া যাবে না। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আদালত। গত শুক্রবার টাইমস অব ইন্ডিয়া খবরটি অন্যতম শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে প্রশ্নের জবাব চেয়ে একটি নোটিশ পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজ্য ও কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্টদের কাছে। জয়ললিতার রাজনৈতিক দল এআইএডিএমকের সদস্য পিএ জোসেফের দায়েরকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আদালত। তার হঠাতৎ মৃত্যু এবং কোনও মেডিকেল রিপোর্ট পেশ না করায় সন্দেহ জেগে উঠেছে বলে উল্লেখ করেছেন আদালত। এছাড়া জয়ললিতার ঘনিষ্ঠজনদের গোপনীয়তা নিয়ে সন্তুষ্ট নন আদালত। হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ বলেন, এমনকি আমাদেরও এ নিয়ে সন্দেহ রয়েছে। দায়েরকৃত পিটিশনে জোসেফ জয়ললিতার ‘রহস্যজনক মৃত্যু’ বিষয়ে তদন্তের জন্য একটি কমিশন গঠনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। যে ধরনের কমিশন সুভাষ চন্দ্র বসুর জন্য গঠিত হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ