Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দ্বন্দ্ব-সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান

নববর্ষে শান্তির ডাক দিলেন নতুন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নববর্ষে বিশ্বব্যাপী শান্তির ডাক দিলেন নতুন জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন বছরকে শান্তির বর্ষে রূপান্তরের আহ্বান জানিয়েছেন তিনি বলেন, দ্বন্দ্ব-সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করে ইংরেজি নতুন বছর ২০১৭ উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার এ ডাক দেন। মহাসচিব বলেন, জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম দিনে একটি প্রশ্ন আমার হৃদয়ে প্রচন্ডভাবে প্রভাব ফেলে, কীভাবে আমরা দ্বন্দ্বে আক্রান্ত ও সমাপ্তিহীন যুদ্ধে ব্যাপকভাবে দুর্ভোগ পোহানো লাখো মানুষকে সাহায্য করতে পারি? আন্তোনিও গুতেরেস বলেন, বেসামরিক নাগরিকরা বড় শক্তির কাছে জিম্মি। নারী, শিশু ও পুরুষরা হত্যার শিকার এবং আহত হচ্ছেন। হচ্ছেন বাড়ি থেকে বিতাড়িত, বাস্তুচ্যুত এবং পরিত্যক্ত। এমনকি হাসপাতাল ও সাহায্যের বাহনগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তিনি বলেন, এসব যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না, সবারই পরাজয় ঘটে।  কোটি কোটি ডলার খরচ হয়, সমাজ ও অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, অবিশ্বাস ও ভয়ের সৃষ্টি হচ্ছে যা বংশপরম্পরা পর্যন্ত অব্যাহত থাকে। সমগ্র অঞ্চল অস্থিতিশীল হয় ও বৈশ্বিক সন্ত্রাসবাদ আমাদের সবাইকে আক্রান্ত করে। তিনি আরো বলেন, আসুন ২০১৭ সালকে এমন বছরে পরিণত করি যেখানে আমরা নাগরিক, সরকার ও নেতা সবাই সব রকমের বৈষম্য নিরসনে কাজ করবো। আমাদের প্রাত্যহিক জীবনের সংহতি ও সমবেদনা থেকে শুরু করে রাজনৈতিক বিভাজনে সংলাপ ও শ্রদ্ধা প্রয়োজন। প্রয়োজন যুদ্ধক্ষেত্রে বিরতি থেকে শুরু করে রাজনৈতিক সমাধানে পৌঁছতে আলোচনার টেবিলে সমঝোতাও। অবশ্যই শান্তি আমাদের লক্ষ্য ও নির্দেশক হিসেবে কাজ করবে। বাণীতে মহাসচিব আরো বলেন, মানব পরিবার হিসেবে যা আমরা পেতে চাই অর্থাৎ সম্মান ও আশা, উন্নতি ও সমৃদ্ধি তা নির্ভর করে শান্তির ওপর। কিন্তু শান্তি নির্ভর করে আমাদের ওপর। শান্তি প্রতিষ্ঠায় সবাইকে আমার সঙ্গে যোগ দিতে আবেদন জানাই, আজ ও প্রতিদিন। এর আগে খবরে বলা হয়, জাতিসংঘের আগামী মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, সিরিয়া সঙ্কট বিশ্বক্যান্সারে পরিণত হয়েছে। সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের মধ্যে পার্থক্য কমিয়ে আনতে না পারলে এ দ্বন্দ্বের অবসান হবে না। পর্তুগালের এসআইসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা ও আরব দেশগুলোর সঙ্গে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ও ইরান সিরিয়ার বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। পর্তুগিজের সাবেক এই প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুতেরেস সিরিয়া নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা দেশটির জনগণের জন্যে শুধু যে দুর্ভোগ বয়ে আনছে তাই নয়, তা একই সঙ্গে সহিংস প্রতিক্রিয়া দেখাতে বা সন্ত্রাসী হয়ে উঠতে প্রভাব ফেলছে। সিরিয়া যুদ্ধকে জাতিসংঘের আগামী মহাসচিব বিশ্ব হুমকি হিসেবে অভিহিত করেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কোনো সুরাহা করতে না পারলে সিরিয়া যুদ্ধ শেষ হবে না। বিবিসি, রয়টার্স, প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ