Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মানবিকতার সুযোগে সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায় না : মারকেল

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি ইসলামি সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। ইংরেজি নববর্ষ উপলক্ষে গত শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে মারকেল এ মন্তব্য করেন। ভাষণে মারকেল বার্লিনে ট্রাক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মানবিকতার সুযোগ নিয়ে সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায় না। ২০১৬ সাল বছরটি ছিল আমাদের জন্য কঠিন পরীক্ষার। জার্মানি এ পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে এসেছে। মারকেল আরও বলেন, আমাদের জীবন ও কাজের ক্ষেত্রে আমরা সন্ত্রাসীদের উদ্দেশে বলতে চাই, তোমরা ঘৃণিত খুনি। কিন্তু আমরা কীভাবে বাঁচব ও বাঁচতে চাই, তা ঠিক করার অধিকার তোমাদের নেই। আমরা স্বাধীন, সহানুভূতিশীল ও মুক্ত। শরণার্থীদের আশ্রয় দেয়া স্বপক্ষে অবস্থান জানিয়ে মারকেল বলেন, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র, আইনের শাসন ও মূল্যবোধের প্রতিফলন। বিপরীতে রয়েছে ঘৃণ্য সন্ত্রাসবাদ। আমরা প্রমাণ করব সন্ত্রাসবাদের চেয়ে আমরা শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধ থাকলেই শক্তিশালী। আমাদের রাষ্ট্র শক্তিশালী।’ দুই সপ্তাহ আগে বার্লিনের ক্রিসমার্স মার্কেটে তিউনিশিয়ান বংশোদ্ভূত আনিস আমরি নামের এক সন্ত্রাসী ট্রাক হামলা চালায়। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। এছাড়া বছরের শুরুর দিকে উর্জবুর্গে ট্রেনে আফগান শরণার্থী শিশুর কুঠার হামলায় পাঁচজন আহত হয়। এ ছাড়া আনসবাচের একটি বারের পাশে সিরিয়ান এক শরণার্থী আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে ১৫ জন আহত হয়। জার্মানিতে গত ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। কিন্তু এসব হামলার পর মেরকেলের শরণার্থী আশ্রয় নীতি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এর আগে গত বছর নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে স্মরণকালের ভয়াবহ যৌন হয়রানির ঘটনা ঘটে। পাঁচ শতাধিক নারী ওই সময় যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। যৌন হয়রানির জন্য জার্মানির উগ্র জাতীয়তাবাদীরা দেশটিতে আশ্রয় নেয়া শরণার্থীদের দায়ী করে আসছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ