মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাবি ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক আইনপ্রণেতার বিরুদ্ধে তার স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে। জরুরি নম্বর ৯১১-এর এক কল রেকর্ডিংয়ে শোনা গেছে, ছেলে তার বাবাকে বলছে, এখনই বন্ধ কর, বাবা। সাউথ ক্যারোলাইনা রাজ্যের আইনপ্রণেতা ক্রিস কোরলের বিরুদ্ধে স্ত্রীর প্রতি সহিংসতা ও বন্দুক তাক করার অভিযোগে মামলা হয়েছে। সোমবার জরুরি নম্বর ৯১১-এ কলটি রেকর্ড হয়। পরে পুলিশ তা স্থানীয় গণমাধ্যমের কাছে প্রকাশ করে। উল্লেখ্য, মার্কিন নাগরিকরা জরুরি অবস্থায় সাহায্য চেয়ে ৯১১ নম্বরে ফোন করে থাকে। ৩৬ বছর বয়সি আইনপ্রণেতা কোরলি সম্প্রতি গৃহনির্যাতনের বিরুদ্ধে শান্তি কঠোর করার আইনের পক্ষে ভোট দিয়েছেন। আইকেন স্ট্যান্ডার্ড সংবাদপত্রের অনলাইনে পোস্ট করা রেকর্ডিংয়ে শোনা গেছে, ‘বাবা, বন্ধ কর। এখনই বন্ধ কর...বাবা, তুমি কেন এটি করছ। সোমবার ৯১১ নম্বরে কল করে কোরলের শাশুড়ি অভিযোগ করেন, তিনি তার স্ত্রীকে পেটান এবং নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেন। কোরলে তার স্ত্রীর মুখ ও মাথায় আঘাত করেছেন। এরপর স্ত্রীর দিকে বন্দুক তাক করে হত্যার হুমকি দিয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।