Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভরি ব্যবসা বন্ধ করবে চীন

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এ বছরের শেষে আইভরির (হাতির দাঁত) ব্যবসা ও আইভরি প্রক্রিয়াজাতকরণের সব কার্যক্রম নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে চীন। বিবিসি জানিয়েছে, সংরক্ষণবাদী গোষ্ঠীগুলো চীনের এ সিদ্ধান্তকে হাতিদের ভবিষ্যতের জন্য ‘ঐতিহাসিক’ ও ‘পরিস্থিতি-পাল্টে দেওয়া’ বলে প্রশংসা করেছে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় কনভেনশন অব ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেনজার্ড স্পেসিস (সিটেস)-এর গ্রহণ করা এক প্রস্তাব অনুযায়ী এ পদক্ষেপ নিল চীন। বিশ্বে আইভরির বৃহত্তম বাজার চীন। বিশ্বের আইভরি ব্যবসার ৭০ শতাংশের চূড়ান্ত গন্তব্য ওই দেশ বলে ধরা হয়। শুক্রবার চীনের স্টেট কাউন্সিলের ঘোষণায় নিষিদ্ধকরণের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইভরির বিক্রি ও বাণিজ্যিক উদ্দেশ্যে এর প্রক্রিয়াজাতকরণের সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং সব ছাড়পত্রধারী ব্যবসায়ীদের অনুমতি বাতিল করা হবে। এরপর বছরের শেষ নাগাদ বাজারে আইভরির বিকিকিনি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সংরক্ষণবাদী গোষ্ঠী ডব্লিউডব্লিউএফ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এই ঘোষণাকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে তারা বলেছে, “বিশ্বের আইভরির প্রধান বৈধ বাজার অবসানের বার্তা দিয়েছে এই ঘোষণা। এটি আফ্রিকার হাতি চোরাশিকারের সমস্যাকে নিয়ন্ত্রণে আনার আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি বড় ধরনের সমর্থন।” আইভরির আন্তর্জাতিক বাজার ১৯৮৯ সাল থেকেই বন্ধ আছে। কিন্তু বিশ্বের অনেক দেশের অভ্যন্তরীণ বাজারে বৈধভাবে আইভরির বিকিকিনি অব্যাহত আছে। নেচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের বন্যপ্রাণী বাণিজ্যবিষয়ক উপ-পরিচালক এলি পিপার এই ইস্যুটিতে চীনের ‘অসাধারণ নেতৃত্বের’ প্রশংসা করেছেন। হাতিদের বিলুপ্তির হাত থেকে রক্ষায় এ সিদ্ধান্ত একটি মোড় ফেরানো পদক্ষেপ হয়ে উঠতে পারে বলে মত প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক হাতি গণনায় দেখা গেছে, গত সাত বছরে চোরাশিকার বৃদ্ধি পাওয়ার কারণে আফ্রিকাজুড়ে হাতির সংখ্যা এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। বিবিসি, রয়টার্স ও এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ