Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

হংকংকে স্বাধীনতা দিতে নারাজ বেইজিং

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যে চুক্তি অনুযায়ী ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে হংকংকে শাসন করছে চীন, সেখানে স্বাধীনতার কোনও অবকাশ নেই বলে আবারও জানিয়েছেন এক জ্যেষ্ঠ চীনা কর্মকর্তা। উল্লেখ্য, ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। মৌলিক আইন সম্বলিত চীনের অধীনস্ত একটি সংবিধান রয়েছে এই সাবেক ব্রিটিশ উপনিবেশটির। যার মাধ্যমে কিছু সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়। গত ৫০ বছর ধরে চলা চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির প্রতি শ্রতিশ্রুতিবদ্ধ ওই সংবিধান। চীনের হংকং ম্যাকাও বিষয়ক দফতরের প্রধান ওয়াং গুয়াঙ্গিয়া হংকংয়ের চীনপন্থি ম্যাগাজিন দ্য বাউহিনিয়া জানান, “এক দেশ, দুই ব্যবস্থা নীতির অধীনে হংকংয়ের স্বাধীনতার কোনও সুযোগই নেই।” তিনি আরও বলেন, “হংকং চীনের অবিচ্ছেদ্য অংশ, আর কোনও অবস্থাতেই হংকংয়ের স্বাধীনতা অনুমোদন করা হবে না। ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির অধীনে এটাই শেষ কথা।” ওই চীনা কর্মকর্তা হংকংয়ের রাজনৈতিক অস্থিরতার বিষয়ে ইঙ্গিত করে বলেন, “আমাদের সামনে নতুন নতুন সমস্যা ও চ্যালেঞ্জ আসবে। সবকিছু সরল পথে চলবে, এমনটা মনে করা যায় না। আর কেন্দ্রীয় সরকার হংকংয়ের বিষয়ে ধৈর্য সহকারে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি ধ্বংস হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওই ‘দুই ব্যবস্থার’ পার্থক্যের প্রতি আমাদের সহনশীলতা ও শ্রদ্ধা থাকতে হবে।” ২০১৪ সালে গড়ে ওঠা ‘আমব্রেলা’ নামের আন্দোলনে হংকংয়ের সংবিধান পরিবর্তনের আহ্বান জানানো হয়েছিল, যেন চীনের বলয় থেকে বের হয়ে আসা যায়। আন্দোলনের সময় বিশ্বের অন্যতম বাণিজ্যিক রাজধানী হংকং কার্যত অচল হয়ে পড়েছিল। হংকংয়ের রাজনীতি, অর্থনীতিসহ যাবতীয় বিষয়ে চীন ‘মাত্রাতিরিক্ত নাক গলাচ্ছে’ বলে অভিযোগ তুলেছিল আন্দোলনকারীরা। তবে চীন আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছে এবং ওই আন্দোলনের স্বীকৃতি দেয়নি। স্বাধীনতাপন্থি বলে পরিচিত ‘আমব্রেলা’ আন্দোলনের অন্যতম নেতা নাথান ল ২০১৪ সালে হংকংয়ের আইন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার পর সাফ জানিয়ে দিয়েছেন, স্বাধীনতার পক্ষে তিনি কোনও উসকানি তৈরি করবেন না। তিনি জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার চান। স্বাধীনতা নয়। ‘আইন পরিষদের আসনকে কোনওভাবেই আমি স্বাধীনতার দাবির উসকানি তৈরিতে ব্যবহার করব না। জাতিগত আত্মনিয়ন্ত্রণে আমাদের লড়াই চালিয়ে যাব।’ সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ