Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ললিতার দলীয় প্রধানের দায়িত্ব নিতে গিয়ে কেঁদে ফেললেন শশীকলা

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার দল এআইডিএমকের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করতে গিয়ে কেঁদে ফেললেন শশীকলা নটরাজন। গত বৃহস্পতিবার দলের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গত শনিবার দায়িত্ব গ্রহণ করেন শশীকলা। দলের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব নিতে শশীকলা নটরাজন প্রয়াত জয়ললিতা ও দলের প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রনকে বিশেষ শ্রদ্ধা জানান। সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি বলেন, ‘আম্মা সর্বদা আমার হৃদয়ে থাকবেন।’ এই সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন শশীকলা। এরপরেই তিনি বলেন, ‘৩৩ বছর ধরে আম্মার সঙ্গে দলের বহু বৈঠকে থেকেছি। এআইডিএমকে এখনও বহুদিন শাসন করবে।’ এর আগে দলের কার্যালয়ে প্রবেশের পর তাকে উষ্ণ অভিনন্দন জানান দলের  নেতারা। দলীয় অফিসে সমবেত হন কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থক। গোলাপি পাড়ের হালকা সবুজ শাড়িতে দলের প্রধান কার্যালয় রোয়াপিঠে হাজির হন শশীকলা। দলীয় পতাকায় ও ফেস্টুনে একসঙ্গে আম্মা ও শশীকলার ছবি দেখা যায়। চিন্নামা শশীকলাকে স্বাগত জানাতে কার্যালয়ে ছিলেন ই মধুসূদন, দলের কোষাধ্যক্ষ তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পনিরসেলভাম, ছিলেন লোকসভার সহকারী অধ্যক্ষ এম থাম্বিদুরাই। দলীয় কার্যালয়ে তারা সবাই শশীকলাকে আমন্ত্রণ জানান। দলীয় কার্যালয় জুড়ে রীতিমতো উৎসবের আয়োজন হয়েছিল। দলের প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের সমাধির সামনে একটি মঞ্চও তৈরি করা হয়। জয়ললিতার মৃত্যুর পরই শুরু হয়েছিল আলোচনা। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ