Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনেক দিন পর আরফিন রুমি ও পড়শীর দ্বৈত গান

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আরফিন রুমি ও পড়শির একসাথে গাওয়া বেশ কয়েকটি গান অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে। তবে বেশ কয়েকটি গান একসাথে গাওয়ার পর তারা আর একসাথে গাননি। দুজনের ব্যস্ততার কারণেই তা হয়নি। বেশ কয়েক বছর বিরতির পর এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে তারা হাজির হয়েছেন গানের এই সফল জুটি। স¤প্রতি তারা একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গানটির নাম শুধু তুমি। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। সিএমভি থেকে প্রকাশিত আরফিন রুমির ‘তোমারই নামে’ অ্যালবামে থাকছে এ গানটি। অ্যালবামে থাকছে আরফিন রুমির তিনটি গান। গান তিনটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তিনটির মধ্যে একটি থাকছে একক গান ও দুটি দ্বৈত। পড়শীর সাথে আরফিন রুমির গান প্রসঙ্গে রুমি বলেন, গানটি যেন তৈরিই হয়েছিলো পড়শীর জন্য। রেকর্ডিং করার পর এমনটাই মনে হয়েছে। অসাধারণ গেয়েছে সে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আমি ও পড়শী নতুন কোন গান একসঙ্গে করলাম। আশা করছি ভালো লাগবে সবার। পড়শি বলেন, গানটি আমার খুবই মনে ধরেছে। কথা-সুর ও সংগীতের দিক দিয়ে অনেক মিষ্টি ও ভিন্নধর্মী একটি গান। প্রথমবার শোনার পরই গানটি মাথায় ঢুকে গেছে। গাইতেও অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনেক দিন পর আরফিন রুমি ও পড়শীর দ্বৈত গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ