Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান পথেরহাট মসজিদের খতিব আবু সৈয়দ রেজবীর ইন্তেকাল

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : রাউজানের নোয়াপাড়া পথেরহাট বাজারের মাদানী জামে মসজিদের ৪৫ বছর ধরে খতিবের দায়িত্ব পালনকারী উপজেলা ইসলামী ফ্রন্টের উপদেষ্টা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা আলহাজ মাওলানা সৈয়দ আবু রেজবী ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার ভোর ৫টার দিকে তিনি পথেরহাটস্থ নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল (৭২) বছর।
মত্যৃকালে তিনি চার ছেলে চার মেয়ে স্ত্রীসহ অসংখ্য ভক্ত অনুরক্ত ও গুণগ্রাহী রেখে যান। ৩০ ডিসেম্বর বাদ আছর নোয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠে ও বাদ মাগরিব পূর্ব গুজরা ইউনিয়নের অঁধারমানিক সৈয়দ আওলিয়ার বাড়ির মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তার ইন্তেকালে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায় সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বলা হয় তিনি পথেরহাটের মাদানী মসজিদের নির্মাণের পর থেকে নিষ্ঠার সাথে খতিবের দায়িত্ব ইন্তেকালে আগ মুহূর্ত পর্যন্ত পালন করে আসছিলেন। এদিকে তার ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, মাদানী মসজিদ কমিটির পক্ষে মাকসুদ হোসেন চৌধুরী, রাউজান উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ আলামা ইলিয়াছ নুরী, দক্ষিণ শাখার সভাপতি আহমেদ সৈয়দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাউজান

২০ অক্টোবর, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২০
১৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ