Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের প্রযোজনার কারণে অন্য সিনেমা ছাড়ছেন ববি

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা ববি প্রযোজনা শুরু করছেন, এ খবর পুরনো। নতুন খবর হলো নিজের প্রযোজনাধীন প্রথম সিনেমা বিজলী’র জন্য অন্য ঘরের সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। কথা ছিল শাহিন সুমনের পরিচালনায় আংটি নামে নতুন একটি সিনেমায় অভিনয় করবেন। শেষ পর্যন্ত সিনেমাটির শুটিং শুরুর আগেই অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ববি। ববি জানান, এখন আমি শুধু নায়িকাই নই, নামের আগে প্রযোজকের টাইটেলও যুক্ত হয়েছে। আমার প্রযোজনা এবং ইফতেখার চৌধুররীর পরিচালনায় কয়েকদিনের মধ্যে বিজলী’র শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমাটির শুটিং নিয়ে অনেক বেশি ব্যস্থ থাকতে হবে বলে শাহিন ভাইয়ের সিনেমাটিতে সময় দিতে কষ্ট হবে। তাই শুটিংয়ের আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এছাড়া সিনেমাটি না করার অন্য কোনো কারণ নেই। এদিকে শাহিন সুমন বলেন, প্রিয়জন কথাচিত্রের ব্যনারে সিনেমাটির শুটিং শুরু করার কথা ছিল এ মাসেই। এরমধ্যে পাগলের মতো ভালবাসি নামের আরেকটি সিনেমার কাজ শুরু করায় আংটি’র কাজ পিছিয়ে গেছে কয়েকদিন। তবে অল্প কিছুদিনের মধ্যেই শুটিং শুরু করার চিন্তা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজের প্রযোজনার কারণে অন্য সিনেমা ছাড়ছেন ববি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ