Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যায়ক্রমে চরাঞ্চলের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে -ডেপুটি স্পিকার

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রæতির অংশ হিসেবে চরাঞ্চলের তিনটি গ্রামকে আলোকিত করা হলো। পর্যায়ক্রমে চরাঞ্চলের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলার আলগার চর নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে চরাঞ্চলীয় ইউনিয়ন এরেন্ডাবাড়ীর আলগারচর, ডাকাতিয়ার চর ও হরিচন্ডি গ্রামে জামালপুর পল্লী বিদ্যুতের আওতায় নতুন ৪’শ ৮০টি আবাসিক ও বাণিজ্যিক মিটার সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পানা উল্লাহ, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, ফুলছড়ি উপজেলা প্রকৌলশী একেএম আখতারুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, এরেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফুলছড়ি উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এর আগে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে নতুন সংযোগের উদ্বোধন করেন।
বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার ৪৫০ পিস মোবাইল আটক
বেনাপোল অফিস : বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে গতকাল শনিবার সকালে ১৫ লাখ টাকা মূল্যের ৪৫০ পিস ভারতীয় নোকিয়া মোবাইল সেট আটক করেছে বিজিবি। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বেনাপোল গাতিপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা বিপুলসংখ্যক ভারতীয় মোবাইল সেটের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা মোবাইলের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মোবাইল সেটের চালান জব্দ করা হয়।
আটক মোবাইলের মূল্য ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। মোবাইল’র চালান বেনাপোল কাস্টম শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে জানায় বিজিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ