Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিকারের ভারত সফর স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০৬ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। গতকাল রোববার এই সফর স্থগিত করা হয়।

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে আজ সোমবার তার ভারত যাওয়ার কথা ছিল। মার্চের পর এই সফরসূচি পুনর্নির্ধারণ করা হবে বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার গণমাধ্যমকে বলেন, আগামী ১৭ মার্চ মুজিব শতবর্ষের অনুষ্ঠান শুরু হচ্ছে। তিনি মুজিববর্ষের অনুষ্ঠানে বিশেষ দায়িত্বে থাকায় ভারত সফরে যেতে পারছেন না।
মুজিব শতবর্ষে তার দায়িত্ব পূর্বনির্ধারিত ছিল না জানিয়ে স্পিকার বলেন, সম্প্রতি এই দায়িত্বগুলো তার ওপর এসেছে।

মুজিব শতবর্ষ উপলক্ষে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো ও নিশ্চিত করা, ২২-২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন, ২৬ মার্চের অনুষ্ঠান- এসব ব্যস্ততার কারণে তিনি আপাতত ভারত সফরে যেতে পারছেন না বলে জানান স্পিকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ