Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মার্কিন নাগরিকের সঙ্গে আশকা গোরাদিয়ার বাগদান

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

২০১৬’র শেষে নতুন জীবন শুরুর প্রথম পর্বটি সম্পন্ন করলেন ভারতীয় টিভির অভিনেত্রী আশকা গোরাদিয়া। মার্কিন প্রেমিক ব্রেন্ট গবলের সঙ্গে তার বাগদান হয়েছে এই বড়দিনের ছুটিতে। উল্লেখ্য আশকা এই সময়টা ব্রেন্টের পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই কাটাচ্ছিলেন।
এক সূত্র জানিয়েছে, বড়দিনের ছুটির সময়ই ব্রেন্ট তার পরিবারের সদস্যদের সামনেই আশকাকে বিয়ে করার প্রস্তাব দেন। কয়েক মাস ধরেই তিনি এই পরিকল্পনা করছিলেন। তিনি আশকাকে দুটি নীলা বসানো একটি আংটি পরিয়ে দেন।
এই খবরটি নিশ্চিত করতে গিয়ে আশকা বলেন, “আমি খুব আনন্দে আছি। এই অনুভূতি এখনও কাটিয়ে ওঠতে পারছি না। ব্রেন্ট আমাকে বুঝিয়েছে যে ভালবাসা আর বন্ধুত্ব একই সঙ্গে থাকতে পারে, আর কারও আশা ছাড়া উচিত নয়। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, যেখানে আমি তার সঙ্গে সুখ আর একসঙ্গে থাকার প্রতিশ্রæতি আছে।”
অভিনেত্রীটি জানিয়েছেন এখনও তারা বিয়ের পরিকল্পনা করেননি। তার ধারণা বাগদানের মত সেটিও আকস্মিকভাবেই ঘটবে।
যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে ব্রেন্টের সঙ্গে আশকার পরিচয় হয়। সেখান থেকে প্রেম। ব্রেন্ট একজন ব্যবসায়ী এবং অস্ত্র প্রশিক্ষক। প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য গত সেপ্টেম্বরে তিনি ভারত এসেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ