মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের ইস্যুতে বিরোধে জড়িয়েছে রুশ-মার্কিন প্রশাসন। এবার এ ইস্যুতে রুশ পদক্ষেপকে যুদ্ধের শামিল বলে মন্তব্য করেছেন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। এ জন্য ক্রেমলিনকে ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত শুক্রবার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন ম্যাককেইন। তিনি বলেন, যখন কোনো একটি দেশ স্বাধীন একটি দেশের ওপর হামলা চালায়, তা মূলত যুদ্ধের শামিল। রাশিয়া আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলা করেছে, গণতন্ত্রের মূলে আঘাত করেছে। এ জন্য দেশটিকে ফল ভোগ করতে হবে। এ সময় মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ও অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দেন। তিনি বলেন, এভাবেই সম্ভবত আমরা দেশটির এমন অনৈতিক কর্মকা- বন্ধ করতে পারব। প্রসঙ্গত, এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে শাস্তি হিসেবে প্রেসিডেন্ট ওবামা ওয়াাশিংটন ডিসি এবং সানফ্রান্সিসকো কনস্যুলেটের ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। তাদের ৭২ ঘণ্টার মধ্যে সপরিবারে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেন। একইসাথে মেরিল্যান্ড এবং নিউইয়র্কে দুটি রুশ গোয়েন্দা তথ্য কেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলেও জানানো হয়। এছাড়া রুশ গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। যদিও রাশিয়া মার্কিন প্রশাসনের এসব অভিযোগ বরাবর নাকচ করে এসেছে। তবে কূটনীতিক বহিষ্কারের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নেয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নীতি পর্যালোচনা করেই, পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। রয়টার্স ও সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।