Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে পাল্টা পদক্ষেপ নিচ্ছেন না পুতিন

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঘোষণা করেছেন, কোনো মার্কি কূটনীতিককে এখন রাশিয়া থেকে বহিষ্কার করবেন না। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। ৩৫ জন রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার নির্দেশ দেবার পর রাশিয়াও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু প্রসিডেন্ট পুতিন বলেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে আগামী মাসে হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মার্কিন কূটনীতিকদের জন্য তারা কোনো সমস্যা তৈরি করতে চান না। আমরা কাউকে বহিষ্কার করতে চাই না। ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া ভøাদিমির পুতিনের বিবৃতিতে আরো জানানো হয়েছে, নতুন বছরের ছুটির মওসুমে মার্কিন কূটনীতিকরা পরিবার ও ছেলেমেয়ে নিয়ে যেসব জায়গায় ছুটি কাটাচ্ছেন সেগুলোও তারা বন্ধ করছেন না। বরং মার্কিন কূটনীতিকদের পরিবারগুলোকে ক্রেমলিনে বড়দিনের উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে টেলিভিশনে এক ভাষণ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি মেদভেদিয়েফ জানিয়েছিলেন, তার মন্ত্রণালয় প্রেসিডেন্ট পুতিনকে রাশিয়া থেকেও ৩৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের পরামর্শ দিয়েছে। রাশিয়ায় তাদের ছুটি কাটানোর কটেজ ও ওয়্যারহাউস বন্ধ করে দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তারা। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় তার মেয়াদ শেষের সময়, রুশ-বিদ্বেষী মৃত্যু ঘন্টা বাজাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সে দেশের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া নাক গলিয়েছে আর এই সন্দেহে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। রাশিয়া অবশ্য ডেমোক্রাটিক পার্টির ই-মেইলে কোনোরকম হ্যাকিং-এ জড়িত থাকার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ ঘোষণা করেছে তন্মধ্যে ওয়াশিংটন ডিসির রুশ দূতাবাসে এবং সানফ্রান্সকোয় কনসুলেটে কর্মরত ৩৫ জন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে ৭২ ঘন্টার মধ্যে তাদের পরিবারসহ চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। মেরিল্যান্ড এবং নিউইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এমন দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। রুশ গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরমধ্যে দুটি রুশ গোয়েন্দা সংস্থা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ