Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাজিলে পুলিশের গুলিতে গ্রিক রাষ্ট্রদূত নিহত

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কিয়ারিয়াকোস আমিরিদিসকে হত্যা করেছে দেশটির এক পুলিশ কর্মকর্তা। গত শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাকে হত্যার অভিযোগে কূটনীতিকের স্ত্রীসহ চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন রাষ্ট্রদূত।  শুক্রবার একটি পোড়া গাড়ি থেকে আমিরিদিসের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ধারুা করা হচ্ছে, রাষ্ট্রদূতের স্ত্রী ফ্রানকোয়েস আমিরিদিসের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তারা দুইজন মিলে রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেন। পরে শনিবার সকালে ব্রাজিলের পুলিশে জানায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তার গুলিতেই নিহত হয়েছেন ওই গ্রিক কর্মকর্তা। একই সাথে কূটনীতিকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও নিশ্চিত করা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ