Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধশত সাংবাদিকের প্রাণ গেছে দায়িত্ব পালনে গিয়ে

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদায়ী বছরে বিশ্বজুড়ে ৪৮ জন সাংবাদিক ও দুই গণমাধ্যমকর্মী দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন বলে পরিসংখ্যান দিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এছাড়া আরও ২৮ সাংবাদিকের মৃত্যু হয়েছে এ বছর, যাদের মৃত্যুর কারু সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সিপিজের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের তুলনায় এ বছর সাংবাদিকদের প্রাণহানির সংখ্যা কমেছে। সে বছর সারাবিশ্বে অন্তত ৭২ সাংবাদিক ও ৩ গণমাধ্যমকর্মী দায়িত্ব পালনের সময় নিহত হন। ওই তালিকায় বাংলাদেশের পাঁচজন ছিলেন। এ বছরের তালিকায় বাংলাদেশের কোনো সাংবাদিক নেই। গত বছরের মত এবারও সিরিয়ায় সবচেয়ে বেশি, ১৪ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন বলে উঠে এসেছে নিউইয়র্কভিত্তিক এ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত ইরাক ও ইয়েমেনে মারা গেছেন ছয়জন করে। এছাড়া আফগানিস্তানে চার সাংবাদিক, সোমালিয়া ও লিবিয়ায় তিনজন করে সাংবাদিক নিহত হয়েছেন। পাকিস্তান, ভারত, মেক্সিকো ও তুরস্কের দুইজন করে সাংবাদিক চলতি বছর হত্যাকান্ডের শিকার হয়েছেন। একজন করে সাংবাদিকের প্রাণ গেছে গিনি, ইউক্রেইন, মিয়ানমার ও ব্রাজিলে। ইরাক ও সিরিয়ার দুই গণমাধ্যমকর্মীও পেশাগত দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছেন বলে সিপিজের প্রতিবেদনে জানানো হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ