মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সালিশি ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির আইন, বিচার ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গত বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান। এ ব্যবস্থার জন্য কেন্দ্র সরকার আইন ও বিচার মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিএন শ্রীকৃষ্ণ ও আরভি রবীন্দ্রের নেতৃত্বে গঠিত এ কমিটিতে থাকবেন উচ্চ আদালতের বিচারকরা। সেসঙ্গে দিল্লি উচ্চ আদালতের জজ বিচারক রবীন্দ্র ভাট ও বিশিষ্ট আইনজীবী কেকে ভেনুগোপাল কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। জ্যেষ্ঠ আইনজীবী ইন্দু মালহোত্রাসহ এ কমিটির সদস্য সংখ্যা মোট ১০ জন। মন্ত্রী রবিশঙ্কর বলেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সালিশি গন্তব্য হয়ে ওঠা প্রয়োজন ভারতের। তাই খরচ কমানো ও নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমস্যার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ কমানোর লক্ষ্যে আইনি ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এভাবে বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তি করা যাবে। ইকোনমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।