বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : ভারতে দু’বছর কারাভোগের পর ৭ বাংলাদেশী কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ।
গত বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়। ফেরত আসা তরুণীরা হচ্ছেÑ লাবনী খাতুন (১৬) ও মারুফা খাতুন (১৫)। অন্যদিকে ৫ কিশোর হলো- দিদার আলী (১৩), রাশেদ মিয়া (১৪), শরিফ আরী (১৫), রাকিব হোসেন (১৬) ও সোহেল মিয়া (১৩)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, তিন বছর আগে ভালো চাকরির আশায় ভারতে গিয়ে কোলকাতা পুলিশের হাতে আটক হয় তারা। আটককৃতদের আদালতে সোপর্দ করলে তাদের সাজা হয় তিন বছর। পরে সেখানকার এনজিও সংস্থা নব জীবন সেল্টার আশ্রমে তাদের রাখা হয়। সাজা শেষে সেখান থেকে মানবাধিকার সংগঠনের উদ্যোগে ও দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দেশে ফেরত পাঠানো হয় তাদের।
এই তরুণী ও কিশোরদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।