Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোপাল ইউপি চেয়ারম্যান এবং সচিব একে অপরের বিরুদ্ধে অভিযোগ

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিব একে অপরের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাসারিতার অভিযোগ তুলেছেন। চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক ও সচিব মো. বেলায়েত হোসেনের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দে¦র কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সচিব মো. বেলায়েত হোসেন অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আজিজুল হক তার অনৈতিক প্রস্তাব রক্ষা করতে না পারায় সে আমাকে ও আমার পিতা মাতাকে গালিগালাজ করে এবং মোবাইলের মাধ্যমে,এবং আমাকে হাত পা ভেঙ্গে পঙ্গু করারও হুমকি দিয়ে গত ২৮ ডিসেম্বর আমার অফিস কক্ষে অতিরিক্ত একটি তালা দিয়ে বন্ধ করে দেয়। এ ব্যাপারে আমি ঘটনার দিনই জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান আজিজুল হক মানিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক জানান, সচিব বেলায়েত হোসেন অফিসে নিয়মিত অনুপস্থিত থাকেন। দাপ্তরিক কাজকর্ম না করে সে বেশিরভাগ সময় মোটা অংকের টাকা নিয়ে জন্ম নিবন্ধন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। যার ফলে জনগণের হয়রানি চরমে পৌঁছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সে আমাকে অফিসের কোন হিসাব নিকাশ দেয় নাই। তার দাপ্তরিক কাজে গাফেলতির জন্য আমাকে প্রতি মাসে উপজেলা পরিষদের মাসিক সভায় জবাব দিহি করতে হয়। সে অফিসে আসলে অফিসের বিভিন্ন কাগজপত্র সরিয়ে ফেলে আমাকে বেকায়দায় ফেলতে পারে এজন্য তাকে অফিসে আসতে নিষেধ করে দিয়েছি। তালা লাগানো বিষয়টি সঠিক নয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে তার বিরুদ্ধে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় ফেনীর উপ পরিচালকের কাছে অভিযোগ করেছি এবং তার স্থলে অন্য কোন সচিবকে দেয়ার জন্য অনুরোধ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ