বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগমারা উপজেলা সংবাদদাতা : রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে এক সমাবেশের মাধ্যমে বাগমারার এমপি এনামুল হককে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া ও বিজয়ী প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করায় তাকে তাহেরপুর পৌরসভায় ও গোয়ালকান্দি ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে তাহেরপুর পৌরএলাকায় গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শেষে তাহেরপুর হরিতলা মোড়ে তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জনুয়ারি বিনা ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে মূল আওয়ামী লীগকে বঞ্চিত করে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করে দলের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগের নামে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কাবিখা, টিআর ও কাবিটার ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। মূল আওয়ামী লীগকে বাদ দিয়ে হাইব্রিড আওয়ামী লীগারদের নিয়ে দলের এক সময়ের কাÐারী কারানির্যাতিত নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলের ত্যাগী নেতাদের বঞ্চিত করে মাঠছাড়া করার চেষ্টা করেছেন। বর্তমানে জেএমবি ও সর্বহারা ক্যাডারদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বক্তারা অভিযোগ করেন। ওই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী শাফিকুন্নাহার, যুবলীগ নেতা আসাদুল ইসলাম, মিঠুন হাসান, রায়হানুল হাসান রাজিব, রফিকুল ইসলাম, দিলবর, ছাত্রলীগ নেতা কোরবান খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।