Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা দুই নৈশ প্রহরী আটক

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : ইসলামী ব্যাংক নাটোর শাখায় দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে ডাকাতির চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ব্যাংকটিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের ঐ দুই নৈশ্য প্রহরীকে আটক করেছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ব্যাংকের তেমন কোনো কিছু খোয়া যায়নি। ঘটনার পর থেকে ব্যাংকে পুলিশ মোতায়েন রয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক নাটোর শাখায় গত রাতে একদল ডাকাত ভবনের পেছনে বাঁশের মই লাগিয়ে লোহার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে দুই নৈশ প্রহরীকে বেঁধে ফেলে। ডাকাতরা এ সময় দফায় দফায় ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্ঠা করে। ভোল্ট ভাঙতে না পাড়ায় ডাকাতরা কোনো কিছু নিতে না পেরে ব্যাংকের সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং কম্পিউটারের হার্ড ডিক্স নিয়ে যায়। ভোরের দিকে নৈশ প্রহরীরা তাদের বাঁধন খুলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিককে ঘটনা জানালে তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে নাটোরের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, গোয়েন্দা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সময় ডাকাতির কাজে ব্যবহৃত বাঁশের মইটি পাশের পুকুরে ফেলে যায় ডাকাতরা। পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ঐ দুই নৈশ প্রহরীকে আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় নাটোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রফিকুল ইসলাম বলেছেন, বিষয়টি এখনো তদন্ত চলছে, রাতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ক্ষয়ক্ষতি নিরুপণ করে মামলা করার পর ঐ দুই নৈশ প্রহরীর বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ