Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোরআনিক প্রোগ্রামে অংশ নিতে আমেরিকায় গেলেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ৯:১৫ পিএম

বেশ কয়েকটি কোরআনিক প্রোগ্রামে অংশ নিতে আমেরিকায় গিয়েছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। রবিবার (৫ মার্চ) সন্ধ্যা ছয়টায় তিনি এমিরাতের ফ্লাইটে দেশ ত্যাগ করেন।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টায় তিনি আমেরিকার জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় প্রবাসী মুসলমানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিশ্বজয়ী এই হাফেজের ম্যানেজার হাফেজ ইসমাইল জানিয়েছেন, আমেরিকায় তিনি প্রায় দেড় মাস থাকবেন। এই সময় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করাসহ আসন্ন পবিত্র রমজানে তারাবির ইমামতি করবেন বলেও তিনি জানিয়েছেন।
এর আগে তিনি যুক্তরাজ্যে দুই বছর তারাবির নামাজ পড়িয়েছেন। এবার পড়াবেন আমেরিকার নিউইয়র্কের বাইতুল জান্নাত জামে মসজিদে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ