মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ সরকার জানিয়েছে, কেবলমাত্র বসতি স্থাপনের ওপর গুরুত্ব দেয়ায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি ভেঙে যেতে পারে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মুখপাত্র বৃহস্পতিবার জানান, সেখানে এ সমস্যার ক্ষেত্রে ব্রিটেন দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সমর্থন করে এবং তারা ফিলিস্তিনি ভূ-খ-ে বসতি স্থাপনকে অবৈধ মনে করে। তিনি বলেন, তবে এ ব্যাপারে আমরা আরো স্পষ্ট করে বলতে চাই যে, এই সঙ্ঘাতের ক্ষেত্রে বসতি স্থাপনই কেবল একমাত্র সমস্যা না।
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, বিশেষকরে ইসরাইলের জনগণ সন্ত্রাসবাদের হুমকি মুক্ত জীবনযাপন করতে চায়। ফিলিস্তিনি ভূ-খ-ে বসতি স্থাপন অব্যাহত রাখায় ইসরাইলের প্রতি কেরির কঠোর সতর্কবাণী উচ্চারণের একদিন পর ডাউনিং স্ট্রীট থেকে এমন মন্তব্য করা হলো।
কেরি তার দেয়া বক্তব্যে বলেন, সেখানে ইসরাইলের এমন বসতি স্থাপন দেশের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। ফিলিস্তিনি ভূ-খ-ে বসতি স্থাপন করে ইসরাইলিদের সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার সুযোগ করে দেয়ায় কেরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে দায়ী করে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।