Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মঙ্গল গ্রহে বড়সড় চামচের আকারের জিনিসটি কী!

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলগ্রহের কিছু কৌতুহলোদ্দীপক ছবি প্রকাশ করেছে। এরমধ্যে একটি ছবিতে বড়সড় চামচের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে, লালগ্রহে কি সত্যিই অ্যালিয়ানরা থাকে। চামচের মতো জিনিসটি মঙ্গলে প্রাণ থাকার প্রমাণ নয় তো?
এমন নয়, নাসা এ ধরনের ছবি প্রথমবার প্রকাশ করল। এর আগেও নাসার প্রকাশিত ছবিতে চামচের মতো বস্তু দেখা গিয়েছিল। এছাড়াও আংটি ও দস্তানার মতো দেখতে কিছু বস্তুর ছবিও দেখা গিয়েছিল। নাসার রোভারের ওই ছবি ইউটিউবে ইউএফও হান্টার অ্যাকাউন্টে তোলার পর তা প্রথম নজরে আসে।
ডেসক্রিপশনে লেখা হয়, ‘মঙ্গলে দৈত্যকায় চামচ! এটা খুবই চমকপ্রদ! সম্ভবত লুপ্ত কোনও সভ্যতার অবশেষ!’ সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ