Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

পাখির আঘাতে
ইনকিলাব ডেস্ক : রোববার কিউবার রাজধানী হাভানায় আমেরিকান সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের গন্তব্য ছিল হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেল। কিউবান কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানা থেকে উড্ডয়নের পরপরই বিমানটি পাখির আঘাতের শিকার হয়। এতে বিমানের ইঞ্জিনে সমস্যা হয়। এ অবস্থায় বিমানটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের কেবিনে ধোঁয়া ঢুকে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গার্ডিয়ান।

 

এক ক্লিকে
ইনকিলাব ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। এই গ্রাহকরা মাত্র তিন দিনের ব্যবধানে একটি ক্লিকেই এই টাকা হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ‘আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) নামক একটি প্রক্রিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা তথ্য আপডেট করতে ব্যবহৃত হয়। এই ধরনের একটি বার্তা প্রতিটি গ্রাহকের কাছে যায়। এমন মেসেজে ক্লিক করে টাকা হারিয়েছেন ব্যাংকের গ্রাহকরা। ইন্ডিয়া ডট কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ